এবার কাজের কথায় আসি ....আমার রুটিং নিয়ে টিউন করার মূল কারন আমি পরবর্তীতে যে টিউন গুলো করব বলে ভেবে রেখেছি সেগুলোতে আপনার ফোন রুটেড হতে হবে ৷৷৷ তাই ভাবলাম রুটিং নিয়েই একটি টিউন করি...
টিউন করার পূর্বে বলে রাখি আমার দেখানো নিয়ম ফলো করে আপনার ফোনে কোন ক্ষতি হলে আমি দায়ি থাকব না ৷৷৷আর আপনি যদি আপনার ফোন রুট করেন তাহলে আপনি আপনার ফোনের গ্যারান্টি হারাবেন ৷৷৷৷৷৷
রুট কি? রুট করলে কি কি করা যাই? রুট করার সুবিধা ও অসুবিধা এসব বিন্তান্ত সম্পর্কে এখন সাধারন একটি পুচকে জিজ্ঞাসা করলেও বলে দিতে পারবে ৷৷৷তাই আর এ বিষয়ে বললাম না ৷৷৷ আমি রুটিং করার মোট দুটি কার্যকর পদ্ধতি আলোচনা করব ৷৷৷
১ম পদ্ধতি ...
১ম পদ্ধতি মাধ্যমে আপনি শুধু আন্ড্রয়েড এর জেলিবিন ও কিটক্যাট ভার্ষন রুট করতে পারবেন ৷৷ এর জন্য লাকবে..
একটি আন্ড্রয়েড অ্যাপ Farm root & আপনার মোবাইল ৷৷৷৷
প্রথমে Farmroot //
http://www.4shared.com/mobile/-72D6QOKce/3_Framaroot.html ডাউনলোড করুন ৷৷৷ তারপর আপনার ফোনে সাধারণভাবেই ইনস্টল করুন ৷৷৷ এরপর অ্যাপ লিস্ট থেকে Farmroot খুজে ওপেন করুন ৷৷৷এবার Farmroot অ্যাপের ভিতরে নিচের মত দুটি অপশন পাবেন ৷৷৷ প্রথম অপশনে দেখুন Install su অপশন সিলেক্ট করা রয়েছে ৷৷৷
আপনারটাই যদি এই অপশন বাদে unroot অপশন সিলেক্ট করা থাকে তাহলে সেখানে ক্লিক করে Install su অপশন সিলেক্ট করুন ৷৷৷
এবার Borominলেখাটি ক্লিক করুন ৷৷ সব যদি ঠিক থাকে তাহলে লেখা উঠবে succesfully rooted & phone reboot দিতে বলবে ৷৷ এবার ফোন একবার অফ করে পুনরায় চালু করুন ৷৷৷ এবার ফোনের অ্যাপস এর ভিতরে গিয়ে SuperSU নামে একটি অ্যাপলিকেশন দেখতে পাবেন ৷৷ এর অর্থ আপনার ফোন রুট হয়ে গেছে ৷৷এবার আপনার ফোনে Busybox ইনস্টল করার পালা ৷৷ এমন কিছু অ্যাপলিকেশন আছে যা চালাতে busybox binary Access এর প্রয়োজন হয় ৷৷৷তাই প্রথমে busybox নিচের লিংক থেকে ডাউনলোড করুন ৷৷৷
লিংক:-
http://www.4shared.com/mobile/HoIipKq5ce/BusyBox_110_Pro_full_free.html তারপর আপনার ফোনে ইনস্টল দিন ৷৷৷৷ বিজিbox installকরুন ৷৷৷ এবার ওপেন করুন অ্যাপের উপরের দিকে দেখুন লোড নিচ্ছে ৷৷এর মধ্যে যদি কোন মেনু আসে তাহলে তা কাটা চিহ্নের উপর ক্লিক করে কেটে দিন ৷৷৷উপরে লোড নেওয়া 100%হলে নিচে দেখুন Install option আছে ৷৷ সেখানে ক্লিক করুন ও নরমাল ইনস্টল অপশন সিলেক্ট করুন ৷৷৷ ইনস্টল শেষে একটি মেসেজ দিবে এবার ওকে করে বাইরে চলে আসুন & reboot দিন ৷৷৷ রুট হয়েছে কিনা দেখতে নিচের Root chaker proঅ্যাপটি ডাউনলোড দিন....
http://www.4shared.com/mobile/x6hfyJ1Rba/5_Root_Checker_Pro.html
এবার এটি আপনার ফোনে ইনস্টল দিন ৷৷৷ অ্যাপটি ওপেন করে verify root access এ ক্লিক করুন একটি মেনু আসবে যেখানে root access চাইবে ৷৷৷ এখানে Grand করুন ৷৷৷ your phone successfully rooted দেখালে আপনার ফোন রুটেড ৷৷৷ এবার busybox installহয়েছে কিনা দেখতে verify busybox এক্লিক করুন ৷৷৷ যদি দেখায় busybox hasbeen successfully installed in xbin or bin তাহলে আপনি সফলভাবে রুট ও busybox ইনস্টল করেছেন ৷৷৷
পদ্ধতি ২ এর (credit goes to Tuner Anirban)
এর জন্য লাগবে..
1.vroot software
http://www.4shared.com/file/T3V9GPZnce/VRoot_1734863_english_cid1005_.html
2.Computer or laptop
3.your phone
4.your phone usb cable
5.Adb driver installer.
http://adbdriver.com/downloads/
প্রথমে আপনার ফোনের usb dubbing মুড অন করুন ৷৷৷ এই অপশনটি পাবেন phone setting এ devoloper option বা security option এ ৷৷৷
এবার আপনার ফোন ডাটাকেবল দিয়ে আপনার পিসির সাথে কানেক্ট করুন ৷৷৷ শুধু কেবল লাগাবেন usb storage এর মাধ্যমে কানেক্ট করবেন না ৷৷৷ এবার adb driver installer dobble click করে ওপেন করুন ৷৷৷ ওপেন হলে সেখানে আপনার ফোনের নাম দেখতে পারবেন ৷৷৷
এবার আপনার ফোনের নামের উপরে একটি ক্লিক করে নিচে ইনস্টল এ ক্লিক করুন ৷৷৷৷৷
এবার নিচে adb driver installed লেখা আসলে এটি মিনিমাইজ করে রাখুন ৷৷৷ এবার vroot app টি আপনার পিসিতে ওপেন করুন ৷৷৷ নিচের মত উইন্ডো দেখতে পারবেন যাতে লেখা থাকবে আপনার ফোন কানেকটেড....
এবার আর কি কর্ণারের রুট বাটনে ক্লিক করুন ৷৷৷৷ কিছুক্ষন অপেক্ষা করুন ৷৷৷৷ সাকসেস ফুল দেখালে আপনার ফোন usb cable খুলে ফোনটি রিবুট দিন ৷৷৷৷এবার উপরের নিয়মে busybox ইনস্টল দিন ও উপরের নিয়মেই আপনার ফোন রুট হয়েছে কিনা চেক করে নিন.... আজ এই পযন্তই ৷৷৷৷কোন ভুল হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন ৷৷৷৷অার যদি কোন সমস্যাই পড়েন তাহলে মন্তব্য করতে ভুলবেন না কিন্তুু........
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন