শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

এবার মজিলা কথা বলবে, পরে শুনাবে যেকোনো ওয়েবসাইট

আসসালামুয়ালাইকুম।
কেমন হবে যদি আপনার ব্রাউজারটিই কথা বলতে শুরু করে? আজ আপনাদের দেখাবো কিভাবে যেকোনো ওয়েব পেজের টেক্সটকে কথাতে রুপান্তর করা যায়।
  • প্রথমেই Speak It অ্যাডঅনটি আপনার ব্রাউজাররে ইনস্টল করুন।
ইনস্টল করা হয়ে গেলে আপনার ব্রাউজারটি রিস্টার্ট করুন। তারপর যেকোন সাইটে গিয়ে টেক্সট এর উপর রাইট বাটনে ক্লিক করে Say It এ ক্লিক করলেই আপনার ব্রাউজার কথা বলতে শুরু করবে।

0 মন্তব্য(গুলি):

Facebook Blogger Plugin

একটি মন্তব্য পোস্ট করুন

 

পাঠকের মন্তব্য

আমার সম্পর্কে

মোঃ রাকিব সরকার
মধুপুর,টাঙ্গাইল।
01686709248