শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

শুনে রাখুন, আপনার অ্যাকাউন্ট আর কখনই হ্যাক হবে না।

আসস্লামুয়ালিয়াকুম। এটা আমার প্রথম টিউন। সবাই আমার জন্য দয়া করবেন।
হ্যাকিং ভিতি আমাদের সবারই আছে। আবার সেই সাথে হ্যাক করার ইচ্চাও আছে। কিন্তু হ্যাকিং করতে গিয়ে যাতে নিজে হ্যাক না হয়ে যান তাই এটা আমার একটা সতর্কমূলক টিউন।
টিপসগুলো আমি আমার অভিজ্ঞতা থেকেই লিখছি ।
আমাদের অনেকেরই অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কিছু মানুষ তা ফেরত পেয়েছে আবার কেও পায় নি।
তবে আমরা যদি একটু সচেতন হই তাহলে হ্যাক হবার কোন সম্ভাবনাই থাকে নাহ ।
শুধু কিছু কথা আমাদের মনে রাখতে হবে । নিচে আমি পয়েন্ট আকারে উল্লেখ করলাম ।
তো, আর কথা না বাড়িয়ে শুরু করি ।
  •   ইন্টারনেট এ অনেক লভনীয় সফটওয়্যার পাওয়া যায় যেমন ফেসবুক হ্যাকিং, পেপাল মানি অ্যাড ইত্যাদি দয়া করে সে সব সফটওয়্যার থেকে দূরে থাকবেন ।
কারন তাদের সবতাই ভাইরাস আর কিছু নাহ
  •  ভাল এন্টিভাইরাস ব্যবহার এবং আপনার AntiVirus আপডেট করুন নিয়মিত ।
  •  Firewall ব্যবহার করুন আর নিয়মিত আপডেট রাখুন ।
  • আগেই বলেছি তবুও একবার ফেসবুক হ্যাকিং এর কোন নিদিষ্ট সফটওয়্যার নেই এবং যেগুলো আছে তার সবটাই ভুয়া আপনি নিজেই হ্যাক হবেন অন্যকে হ্যাক করতে গিয়ে ।
  • অনলাইন এ বিভিন্ন সার্ভিস আছে যেগুলো টাকার বিনিময়ে হ্যাকিং করে ফেসবুক পেপাল ইত্যাদি দয়া করে সেগুলো থেকেও দূরে থাকুন সবটাই প্রতারণা ।
তবে কি ভাবে হ্যাকাররা ফেসবুক অ্যাকাউন্ট সহ অন্যান্য অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাঁ তাও বলছি ।
কিলগিং এর মাধ্যমে ফিসিং এর মাধ্যমে রাটি ং এর মাধ্যমে ।

0 মন্তব্য(গুলি):

Facebook Blogger Plugin

একটি মন্তব্য পোস্ট করুন

 

পাঠকের মন্তব্য

আমার সম্পর্কে

মোঃ রাকিব সরকার
মধুপুর,টাঙ্গাইল।
01686709248