আজ আপনাদের দেখাবো কিভাবে আরেকটি সহজ পদ্ধতিতে ফটোশপে বাংলা লিখা যায়। আমরা অনেকেই আছি যারা ফটোশপে বাংলা লিখতে পারি না, বিশেষ করে আমরা যারা অভ্র ব্যবহার করে থাকি। যারা বিজয় ব্যবহার করেন তাদের এই সমস্যায় পড়তে হয় না। মূলত তাদের জন্যই আমার এই টিউন। কাজটি করতে নিচের স্টেপ গুলো ফলো করুন।
- প্রথমেই অভ্র ও ফটোশপ ওপেন করুন।
- এবার অভ্রর সেটিংস থেকে "Output as ANSI" এ ক্লিক করুন।

- এবার ফটোশপে ফিরে যান ও নতুন একটি ডকুমেন্ট ওপেন করুন।

- F12 প্রেস করে অভ্রর বাংলা মুড ওপেন করুন।
- এবার ফটোশপের টাইপ টুলটি চালু করুন ও Kalpurush ANSI অথবা যেকোনো একটি বাংলা ফন্ট সিলেক্ট করুন।
- এবার লিখতে থাকুন, তাহলে দেখবেন আপনি ফটোশপে বাংলা লিখতে পারছেন। তবে লিখার আগে দেখবেন ANSI মুডটি চালু আছে কিনা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন