অনেকে এই নিয়ে জানতে চাচ্ছেন কয়েকদিন ধরে।
আসলে শখের ফেসবুক ডায়েরি যদি হ্যাক হয় এটা অনেক কষ্ট ও শ্রম দেয়।
যেকারনে একটু বাড়তি সিকিউরিটি দেওয়া প্রয়োজন আপনার ফেবুতে।
যাইহোক দিয়ে দিন আপনার ফেসবুকে এক্সট্রা সিকিউরিটি।
কীভাবে করবেন-
- প্রথমে আপনার ফেসবুকে লগইন করুন।
- তারপর আপনার ফেসবুকে Setting অপশনে যান।
- সেখান থেকে Security তে ক্লিক করুন।
- দেখবেন নিচের ছবির মত পেজ আসবে।
- সেখান থেকে Login Approvals এ ক্লিক করুন।
- তারপর নিচের ছবির মতো অপশনে টিক চিহ্ন দিন, মানে ওকে করুন।
- তারপর আপনার ফোন নাম্বার দিন, আগে দেওয়া থাকলে আর দেওয়া লাগবে না।
- আপনার ফোনে কোড জেনারেট করুন। তারপর সেই কোড আপনার ফেসবুকে দিন।
- পরবর্তীতে আপনার ফেসবুকে নতুন কোন ব্রাউজার দিয়ে লগইন করতে চাইলে আপনার ফোনে একটি কোড আসবে, সেটা দিয়ে লগইন করতে হবে। অন্যথায় ফেসবুকে লগইন করতে পারবে কেউ।
- ব্যাস হয়ে গেলো আপনার ফেসবুক নিরাপদ।
- আরেকটা কথা আপনার ফেসবুকে ২ টি মেইল যোগ করবেন। অযথা অ্যাপে যাবেন না, রিকুয়েস্ট পাঠাবেন না।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন