উইন্ডোজ ৮.১ সেটাপ দিয়া পড়লাম বিপদে। সিডিতে লেখা ছিলো অটো এক্টিভেটর, বিশ্বাস কইরা খাইলাম ধরা। শুরু করলাম গুগল মামার বাড়ী যাতায়াত, কিন্তু ভালো সুফল পাচ্ছি না। ভাবলাম টেকটিউন্স-এ একবার ট্যারাই কইরা দেখি। সেইখানেও সুবিধা পাইলাম না। তারপর আবার গুগল মামার বাড়ী। অবশেষে বহুত ঝক্কি ঝামেলা পোহাইয়া এইডা পাইলাম তাও আবার চৌদ্দ ঘাটের পানি খাইয়া। মানে প্রথমে ওদের একটা ফাইল ডাউনলোড করো, তারপর ওই ইএক্সই এক্সট্রাক্ট কইরা তার ভিতর থাইকা আবার এক্টিভেটরের একটা লিংক ডাউনলোড করো, তারপর ওই লিংক থিক্যা মুল একটিভ্যাটর। পুরা কাম সাইরা মনে মনে ভাবতেছি আমার মতো শেয়াল পন্ডিতের যদি এতো কাহিনী কইরা উইন্ডোজ একটিভ করতে হয়, তাইলেতো সাধারণ ইউজার পুরাই ..................
তাই এইখানে টিউনাইলাম। ডাইরেক্ট একটিভ্যাটর, নো কাহিনী ডাউনলোড লিংক
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন