শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

আপনার টুইটার একাউন্ট থেকে টুইটস গুলোর ব্যাকআপ নিতে পারেন।

কবে, কখন, কিভাবে কিছু ঘটেযায় তা আগে থেকে কখনোই বলা যায় নাহ। তবে আগে থেকে কিছুটা  সাবধান হয়ে থাকা অসম্ভব নয়। যেহেতু আগে থেকে সাবধান হয়ে থাকা যায়ই তবে কেন আমরা হবো নাহ? হতে পারে কোন টেকনিক্যাল সমস্যা , অথবা আপনার ভুলোমনে পাসওয়ার্ড,আইডি নেম ভুলে যাওয়া অথবা কোন হ্যাকার দ্বারা আপনার টুইটার আইডির ভালো-মন্দ কিছু একটা হয়ে গেলো তাহলে?
তাই ছোট্ট সহজ একটা ট্রিক্স যেনে রাখলে যেমন ক্ষতি নেই তেমনি ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে :)
logo

ব্যাকআপ নিনঃ 
আমরা এই কাজটি সম্পূর্ণ করবো  twDocs দ্বারা। এবার http://twdocs.com/ যান।
twdocs-homepage

সাইটের হোমেপেজেই লিস্ট পাবেন সব কিছুর। আপনার যা প্রয়োজন তাতে সিলেক্ট করে দেইলেই হবে। আপনার শেষ টুইট, আপনার প্রিয় টুইট সবি আপনি ব্যাকআপ নিতে পারবেন।
আর হ্যাঁ নিচে লক্ষ্য করুন। দেখুন দেখাচ্ছে আপনার টুইটস গুলো আপনি কিভাবে ব্যাকআপ নিতে চাচ্ছেন? PDF,DOC,HTML নাকি অন্যভাবে? আপনার পছন্দনুযায়ী সিলেক্ট করে দিন। আমি PDF দিয়েছি ;)
twdocs-export-latest-tweets

এখানে আমি লাস্ট ২০০ টুইটস ব্যাকআপ নিয়েছি। আপনি ১ টিও নিতে পারেন। এবার নিচথেকে GO সিলেক্ট করে দিন।
twdocs-authorize

আপনাকে লগিন অপশন দিয়ে টুইটারে লগিন করতে বলা হবে। লগিন করার পর Authorize app এর মাঝে ক্লিক করুন।
twdocs-download

কিছু সময় প্রসেসের পর মূলত সার্ভার থেকেই ডাউনলোড শুরু হয়ে যায়। যদি না হয়ে থাকে তবে “Click here” লিঙ্কে ক্লিক করুন ম্যানুয়ালি ডাউনলোড করার জন্য। এতে করে আপনার ডাউনলোড সফটওয়্যার (IDM) তা ক্যাচ করে ডাউনলোড করবে।
PDF Tweets

Pdf আকারে ব্যাকআপ করা আমার টুইটস :D । আমার টুইটস গুলো বাংলায়। তাই এরকম দেখাচ্ছে।
ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন, সাথেই থাকুন।

0 মন্তব্য(গুলি):

Facebook Blogger Plugin

একটি মন্তব্য পোস্ট করুন

 

পাঠকের মন্তব্য

আমার সম্পর্কে

মোঃ রাকিব সরকার
মধুপুর,টাঙ্গাইল।
01686709248